২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘কাগজের বউ’ সিনেমাটি

    অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন পরীমণি ‘কাগজের বউ’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

    মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ডিএ তায়েব।

    তিনি বলেন, ঈদুল ফিতরে ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন এবং সব কাজ শেষ হয়েছে সিনেমাটির। বুধবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাটি।

    ডিএ তায়েব বলেন, ‘ছবিতে পরীমণি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি থাকেনা। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে এবং মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এই রকম একটা গল্প নিয়ে সিনেমা।’তিনি আরও বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসছে।

    ছবিটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমায় চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।

    মাহফুজা ২৮-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর