১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কাজ না করলে পাগল হয়ে যাব সাকিব

    আলোচি ডেস্ক : আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি এটা। আমার মনে হয় আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাব বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শীনবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে  শেষ টি-টোয়েন্টি খেলে  আবার শনিবার সকালে বিকেএসপিতে ডিপিএল খেলেন সাকিব। এরপর বিকেলে এক মার্কেটিং অনুষ্ঠানে হাজির হন। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয় একের পর এক খেলা, সেই সঙ্গে বিজ্ঞাপনী ব্যস্ততা, সাকিবের ক্লান্তি হয় না? এর জবাবে সাকিব এ সব কথা বলেন।

    আইপিএল খেলা নিয়েও সাকিব বলেন  ,  ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে আগেই জানিয়ে দেয়া হয়েছিলো আমরা কবে থেকে খেলতে পারবে।  ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারব, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারব। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

    চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন দাসকে এনওসি দিতে দেরি করায় বিসিবির পক্ষে-বিপক্ষে দুটি মতের সৃষ্টি হয়েছে। একদল বলছে, দেশ আগে। অপর দলের মত, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে এই দুজনের থাকা জরুরি নয়। মোস্তাফিজ ইসুৎতে সাকিব বলেন ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেত তাহলে হয়তো ওর থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক ও যেহেতু টেস্ট দলে নেই, যেতে পেরেছে আগে।’

    সম/উ/01

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর