১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারত দলে রিংকু সিং

    অবশেষে ভারত দলে ডাক পেয়েছেন রিংকু। আইপিএলে ভালো করা বেশ কয়েকজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দলে জায়গা পেলেও রিংকু সিং জায়গা পাননি । আর সেটা নিয়ে সমালোচনাও হয়েছে অনেক।

    অবশেষে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন রিংকু সিং। ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করে দল গঠন করা হয়েছে । এছাড়া দলে আছেন যশস্বী জয়সাল, তিলক ভার্মা ও জিতেশ শর্মা। তাদের সঙ্গে আছেন রবি বিষ্ণোই, অর্শ্বদীপ সিং, মুকেশ কুমার ও আভেশ খানরা।

    উত্তর প্রদেশের রিংকু সিং এই প্রথম ভারতের কোনো দলে ডাক পেলেন। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঝড় তোলেন তিনি। পাঞ্জাব কিংসের ফিনিশার উইকেটরক্ষক জিতেশ শর্মাও আইপিএলে আলো ছড়িয়ে পেলেন ডাক।

    ২০১০ ও ২০১৪ সালের পর এশিয়ান গেমসে আবার ফিরেছে ক্রিকেটে। চলতি বছরের ২৩ সেপেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস-২০২২। সেখানে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার পুরুষ ও নারী ক্রিকেট দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে।

    এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল:

    ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সাল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, অর্শ্বদীপ সিং, মুকেশ কুমার, শিভাম মাভি, শিভাম দুবে ও প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)।

    স্ট্যান্ড-বাই:

    যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর