২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৮ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

    তালতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার তালতলীতে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় উপজেলার আওয়ামী লীগের সাধারণ ও ছোটবগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনুসহ ৮ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে বরগুনা ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
    এ মামলার অন্য আসামিরা হলেন- তারেকুজ্জামান তারেক, আরিফ হোসেন, যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিকদার, কড়ইবাড়িয়া ইউনিয়নের শফিকুল ইসলাম ইমন, মিলন গাজী, ছোটবগীর ঠংপাড়া গ্রামের মো. ফারুক ও পচাকোড়ালিয়া ইউনিয়নের তাশরিফ আহমেদ জুয়েল।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি তৌফিকুজ্জামান তনু ২০২২ সালের ১০ অক্টোবর তার ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে একটি আপত্তিকর ভিডিও বাদীকে পাঠান। ভিডিওটি প্রেরণ করে ক্ষুদে বার্তা দেন, তার বড় ভাই মনিরুজ্জামান মিন্টুর পক্ষে উপজেলা নির্বাচন করতে হবে। তা না করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ছাড়া বিভিন্ন সময়ে তৌফিকুজ্জামান তনু ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। এ মাসের ৩ এপ্রিল বাদী ব্যাংকে যাওয়ার সময় মামলার ২নং আসামি তারেকুজ্জামান তারেক তাকে তার অফিসে ডেকে নিয়ে একই ঘটনায় ৫০ লাখ টাকা দাবি করেন। এ সময় বাদী টাকা দিতে অস্বীকার করলে তার ব্যাগে থাকা পাঁচ লাখ টাকা আসামিগনের সহযোগিতায় জোরপূর্বক আদায় করেন। পরে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়ে বাদীকে সামাজিক রাজনৈতিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করে।

    বাদী আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, উদ্দেশ্যমূলকভাবে আমাকে সমাজে ছোট করার জন্য আসামিরা সিরিজ ভিডিও তৈরি করেছেন। তাদের বিরুদ্ধে আদালতে পর্নোগ্রাফি আইনের মামলা করেছি।
    এ বিষয়ে জানতে তৌফিকুজ্জামান তনুর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
    বরগুনা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. বশির আলম বলেন, এখনো মামলার নথি পাইনি। নথি পেলে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর