১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সিঁড়ি থেকে পড়ে গিয়ে সংগীতশিল্পী জুবিন নটিয়ালকে হাসপাতালে ভর্তি

    বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে সিঁড়ি থেকে পড়ে কনুই ভেঙে গেছে এবং তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, বৃহষ্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন জুবিন। তারপর দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কনুই ভেঙে গেছে, পাঁজরে ফাটল ধরেছে, মাথায় অল্প আঘাত পেয়েছেন এবং  ডান হাতে অস্ত্রোপচার করা হবে।  ডান হাত একেবারেই নড়াচড়া করতে পারবেন না জুবিন, এমনই নির্দেশ মিলেছে।

    তবে জুবিন তার শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

    শহিদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার জুবিন নটিয়াল এ গাওয়া ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানটি তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। এছাড়াও তার গাওয়া ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’-এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই শিল্পী। নায়ক শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য ভারতের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল গানে কন্ঠ দেন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।

    মাহফুজা ২-১২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর