‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি চিল্লার ‘পৃথ্বিরাজ’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস রাজা পৃথ্বিবীরাজ চৌহানকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেন। এতে মানশির বিপরীতে অভিনয় করেন অক্ষয় কুমার। সিনেমাটি বড় পরিসরে নির্মিত হলেও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে ।
অভিষেক সিনেমা ব্যর্থ হলেও মানশি নিয়মিত কাজ করছেন তিনি। মানশির ও অক্ষয় কুমার জুটি ফের একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন।
মিড-ডে এ খবর প্রকাশ করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, আলী আব্বাস জাফর নির্মাণ করছেন ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমা এবং এ সিনেমায় দেখা যাবে অক্ষয়-মানশি চিল্লারকে। এ ছাড়াও সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে আরেকজন নায়িকাকে নেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
বর্তমানে এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ভারতে হবে এ সিনেমার শুটিং। পরিচালক প্রধান চরিত্রের অভিনয়শিল্পীর কাছ থেকে ১০০ দিনের শিডিউল চূড়ান্ত করেছেন । আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে এবং ২০২৩ সালের বড়দিরন এটি মুক্তি পাবে ।
মাহফুজা ২৮-১১