বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে এবার দেখা যাবে ‘ডান্স দিওয়ানে জুনিয়রস গ্র্যান্ড ফিনালে’-তে।প্রস্তুতি চলছে তারই । নীতু কাপুর একটি সবুজ এবং কালো রঙের ঝলমলে শাড়ি পরে হাজির হবেন আমিরের সঙ্গে। আমির পড়েছেন সাদা পাজামার সঙ্গে একটি নীল কুর্তা।
আমির এবং নীতু মঞ্চে একটি গানের সঙ্গে নাচতে দেখা যাবে।
আমির ও নিতু কাপুরকে আয়োজনের বিচারকের আসনেও দেখা যাবে।
শো-টির একটি প্রমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয়া হয়েছে। প্রমোর ভিডিওতে দেখা যায় আমির খান তার জনপ্রিয় গান ‘অ্যাই কেয়া বোলতি তু’র সঙ্গে পারফর্ম করছেন। নীতুও তার সঙ্গে যোগ দেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আতি কেয়া খান্দালা।’ ভিডিওটি পোস্ট করার পর মন্তব্য করেছেন অনেক ভক্ত। একজন ভক্ত লিখেন, ‘লাভ ইউ আমির’।, ‘কিউটেস্ট’ লিখেছেন আরেক ভক্ত ।
আমির খান ছাড়াও অভিনেতা রণবীর কাপুরও আসবেন শোয়ের এই পর্বে। প্রমোতে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে শ্রদ্ধা জানিয়েছে রণবীর এবং নীতু ।
আজ রোববার ১৭ জুলাই রাতে প্রচার হবে ডান্স দিওয়ানে জুনিয়রস গ্র্যান্ড ফিনালে।
মাহফুজা ১৭-৭