বহুল আলোচিত দক্ষিণী ভারতীয় সিনেমা ‘পুষ্পা’। এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা । এই সিনেমা মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ে । আরও একটি রেকর্ড সিনেমাটির ঝুলিতে যুক্ত হয়েছে ।
দর্শকের মন কেড়েছে ‘পুষ্পা’ সিনেমার পাশাপাশি এর ‘শ্রীভল্লী’, ‘ও আন্তাভা’, ‘স্বামী স্বামী’ গানগুলো । শুধু তাই নয়, পুরো অ্যালবাম মিলিয়ে এর ভিউ হয়েছে ৫ বিলিয়ন যা কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে একটি রেকর্ড। সিনেমার নির্মাতারা তথ্যটি টুইটারে জানান।
দেবী শ্রী প্রসাদ সিনেমার সংগীত পরিচালনা করেছেন । দেবী শ্রী প্রসাদকে ট্যাগ করে প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এক টুইটে লেখা হয়, ‘ভারতের প্রথম অ্যালবাম যেটা ৫ বিলিয়ন ভিউ ছাড়াল যা , ‘অল টাইম রেকর্ড।’
পুষ্পা সিনেমাটি আয় করেছে’বিশ্বে ৩০০ কোটি রুপির বেশি । শুধু হিন্দি বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে এটি। আল্লু অর্জুন এই সিনেমার মাধ্যমে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকার তকমাও পান । সুকুমার সিনেমাটি পরিচালনা করেছেন।
খুব শিগগির ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু হবে। নির্মাতারা প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন । বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ১৯৩ কোটি রুপি ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল । এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ ২০২৩ সালে মুক্তি পাবে ।
মাহফুজা ১৬-৭