সুরকার ও সংগীত পরিচালক আলম খানের দুই দফায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর শ্রীমঙ্গলে স্ত্রীর কবরের পাশেই শায়িত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার পুত্র-সংগীত পরিচালক আরমান খান।
প্রথম জানাজা শুক্রবার ৮ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর এফডিসিতে অনুষ্ঠিত হয় ।
এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেইখানে মহাজিরাবাদের পাহাড় চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হক (র.)–এর প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে তিনিস্ত্রীর কবরের পাশেই শায়িত হন ।
বাংলা সিনেমার গানে অবিস্মরণীয় নাম আলম খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন তিনি।তিনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন ।
১৯৪৪ সালের ২২ অক্টোবর আলম খান সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্ম গ্রহন করেন। । ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে মেট্রিক পাস করেন । এই স্কুলে পড়ার সময় গানের প্রতি আগ্রহী হন এবং মায়ের উৎসাহে গানের চর্চা শুরু করেন তিনি । বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান তার ছোট ভাই ছিলেন ।
মাহফুজা ৮-৭