১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ঐশ্বরিয়া ‘পুণ্যিয়ানি সেলভান’ ছবি দিয়ে পর্দায় ফিরছেন

    সাবেক বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন‘পুণ্যিয়ানি সেলভান’ ছবি দিয়ে পর্দায় ফিরছেন।  দীর্ঘ বিরতি পর আবারও অভিনয়ের ঝলক দেখাতে আসছেন  সবার প্রিয় অ্যাশ। ঐশ্বরিয়া দ্বৈত চরিত্রে অভিনয় করবেন মণিরত্নম পরিচালিত তামিল সিনেমাটিতে ।

    প্রকাশ হয়েছে ৬ জুলাই এ সিনেমার পোস্টার।  সেখানে পঘুভুরের রানি চরিত্রে হাজির ঐশ্বরিয়া রাই। ‘প্রতিশোধের একটি সুন্দর মুখ আছে- পোস্টারের ক্যাপশনে লেখা আছে।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পোস্টার শেয়ার হতেই । ভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকাকে নতুন সিনেমায় দেখার।‘মণি রত্নম এবং এসএলবি জানেন কিভাবে ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার সর্বোত্তম ব্যবহার করতে হয়—লিখেছেন  এক ভক্ত।

    তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি । এটি নির্মিত হয়েছে দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটের কাহিনি নিয়ে ।

    এ আর রহমান সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন । সিনেমাটি আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে ।

    মাহফুজা ৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর