দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আসছেন বলিউডে। দেখাবেন অভিনয়ের ঝলক । তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধবেন। যদিও এখনও ঠিক করা হয়নি দীনেশ ভিজান প্রযোজিত সিনেমাটির নাম।
সামান্থা এর আগে আত্মপ্রকাশ করেন ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ দিয়ে সিরিজে ।
সম্প্রতি একটি আউটলেটের প্রতিবেদনে জানা যায় , একটি আকর্ষণীয় প্রকল্পে অভিনয় করবেন সামান্থা বলিউডে আয়ুষ্মান এর বিপরীতে । এতে সাসপেন্সের পাশাপাশি রয়েছে কমেডি। নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে শুটিংয়ের সিডিউল নিয়ে আলোচনা করছেন।
আশা করা হচ্ছে শুটিং শুরু হবে এ বছরের শেষ দিকে । সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালে।
মাহফুজা ৬-৭