বনি কাপুর মোনা সৌরি কাপুরের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন । মোনা-বনি দম্পতির দুই সন্তান—অর্জুন কাপুর ও আনশুলা কাপুর। আনশুলা কাপুর বাবা বা ভাইয়ের মতো এখনো রুপালি জগতে পা রাখেননি । তবে তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। তিনি এরই মধ্যে একটি ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েছেন ।
আনশুলার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আনশুলা ফ্রক পরে আছেন । আকস্মিকভাবে ফ্রকের ভেতর হাত দিয়ে অন্তর্বাস খুলে ফেলেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেন—‘বাড়িতে সেরা সময়’ রোববার লাঞ্চ শেষে । হ্যাশট্যাগে আনশুলা লিখেন, ‘নো ব্রা ক্লাব’।
নেটিজেনদের অনেকের পছন্দ হয়নি আনশুলার এই ভিডিও। লজ্জাহীন গাধা বলে মন্তব্য করেনে’রাজিব নামে একজন । , ‘আরেকজন লিখেছেন, ‘ফালতু পোস্ট।’ আয়ুষ নামে একজন লিখেছেন, ‘তুমি কি মালাইকা অরোরাকে অনুসরণ করছ? খুবই হাস্যকর।’, ‘তুমি কি পাগল হয়ে গেছো? বলে আরেকজন লিখেন। ’ তা ছাড়াও নোংরা শব্দ ব্যবহার করে অনেকে মন্তব্য করেছেন যা প্রকাশযোগ্য নয়।
অনেকে আনশুলার সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেও। কুর্নিশ জানিয়েছেন তার সাহসী পদক্ষেপকে্ । বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেন, ‘প্রতিদিন।’ এটাকে অনেকে মন্তব্য করেছেন স্বাধীনতা বলেও ।
মাহফুজা ৪-৭