ফ্রান্সের সাগর পাড়ের কান শহরে চলছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। আসরের পর্দা উঠেছে ১৭ মে। এরই মধ্যে জমে উঠছে কান উৎসব। বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় ও জমকালো চলচ্চিত্র উৎসব এটি। পৃথিবীর বিভিন্ন দেশের সিনে তারকারা প্রতিবছরই কান শহরে ভিড় জমান এই উৎসবের জন্য। এবার পুরোদমে অনুষ্ঠিত হচ্ছে উৎসবটি। তারকারাও উচ্ছ্বাসের সঙ্গে অংশ নিচ্ছেন, হাঁটছেন বিখ্যাত লাল গালিচায়
কানের এই আসরে ভারতের বেশ কয়েকজন অভিনেত্রী অংশ নিচ্ছেন। কেউ গেছেন কোনো প্রতিষ্ঠানের দূত হয়ে, কেউ নিজের সিনেমা নিয়ে, কেউ আবার কানের আমন্ত্রণে। কখনো তারা লাল গালিচায় আকর্ষণীয় পোজ দিয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন, আবার কখনো কান সৈকতে ধরা দিচ্ছেন মোহময়ী হয়ে।
কান মাতানো ভারতীয় সুন্দরীদের মধ্যে প্রথমেই চলে আসে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। সাবেক এই বিশ্বসুন্দরীর বয়স এখন ৪৮ বছর। কিন্তু পোশাক, সাজসজ্জা আর রূপের ঝলকে তিনি বুঝিয়ে দিচ্ছেন, বয়স তার কাছে সংখ্যা মাত্র। নজরকাড়া সব পোশাকে নিজেকে সাজিয়ে কানের বিভিন্ন সেগমেন্টে অংশ নিচ্ছেন অ্যাশ।
বলিউড থেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন দীপিকা পাডুকোন। কাজ করেছেন হলিউডেও। এবারের কানে তিনিও আছেন আকর্ষণের তালিকায়। প্রথম দিন থেকেই কান উৎসবে রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
এই সময়ে ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে। তিনিও এবার কান উৎসবে অংশ নিচ্ছেন। সেখান থেকে চমকপ্রদ সব ছবিতে ধরা দিচ্ছেন ক্যামেরায়।
দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়াও আছেন কানের ৭৫তম আসরে। পোশাকের সঙ্গে শরীরী সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে তিনি নজর কাড়ছেন হাজারো দর্শনার্থীর।
‘বিগ বস’ খ্যাত বলিউডের অভিনেত্রী-মডেল হিনা খানও অংশ নিচ্ছেন এবারের কান উৎসবে। কাঁধখোলা গাউনে মোহময়ী হয়ে তিনিও মাতাচ্ছেন কান নগরী।
অভিনেত্রী উর্বশী রাউতেলা প্রায়শই বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে হাজির হন। সুদর্শনা এই তারকা এবার কানের রেড কার্পেটে ছড়াচ্ছেন রূপের ঝলক। সেই মুহূর্তের ছবি আবার নিজেই শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।
সে তালিকায় আগেই নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। কানে গিয়েই আলোর দ্যুতি ছড়াচ্ছেন সুদর্শন এই জুটি। চিত্রনায়ক অনন্তের অফিশিয়াল ফেসবুক পেজ একটি ভিডিও আর কিছু ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, গাঢ় সবুজ স্যুটে অনন্ত আর সঙ্গে লাল গাউনে বর্ষা নজর কাড়ছেন সবার। অনেক ভক্তই তাদের ছবির নিচে ভালোবাসা ছড়ান। অনুভূতি প্রকাশ করে ভক্তরা বলেন, এমন অনন্ত-বর্ষাকে আগে কখনোই দেখেননি তারা।
‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’র ট্রেলার প্রকাশ উপলক্ষে সিনেমাটির অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কানে গিয়েছেন। তিশার সঙ্গে রয়েছেন তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তাদের চার মাস বয়সী কন্যা সন্তান ইলহাম।
এছাড়া উৎসবে আরো অংশ নিয়েছেন এ আর রহমান, কমল হাসান, আর মাধবন ও নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অনেকে।
৭৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২১টি সিনেমা। এতে বিচারকদের প্রধান হিসেবে আছেন ভাসোঁ লাদোঁ। আঁ সার্তেঁ রিগায় দেখানো হবে ২০টি সিনেমা। এ ছাড়া আউট অব কম্পিটিশন, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, মিডনাইট স্ক্রিনিং, কান ক্ল্যাসিকস, ডিরেক্টরস ফোর্টনাইটসহ ১০টি শাখায় ৯১টি সিনেমা দেখানো হবে। ২৮ মে পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে পর্দা নামবে এ বছরের কান চলচ্চিত্র উৎসবের।