২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দীর্ঘ দিন পর তিশা মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন

    বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় থেকে দূরে রয়েছেন । তিশা গত জানুয়ারিতে কন্যাসন্তানের মা হন । এরপর থেকে মেয়ে ইলহামকে নিয়েই ছিল তার শত ব্যস্ততা।

    দীর্ঘ বিরতি ভেঙে মেয়েকে নিয়ে কাজে ফিরলেন তিশা। রোববার (৮ মে) এ অভিনয়শিল্পী তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট এসব তথ্য জানান তিনি। এ বিষয়ে তিশা বলেন—‘‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।’’

    গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিশা।

    সিনেমাটির শুটিং শেষে জানতে তিশা পারেন, মা হতে যাচ্ছেন তিনি। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এ কারণে ‘মুজিব’ সিনেমার ডাবিং এতদিন করতে পারেননি তিশা। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরলেন এই অভিনেত্রী।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর