২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো ওয়েস্ট উইন্ডিজ

    ‘বি’ গ্রুপের লড়াই দারুণভাবে জমে উঠেছে। জমে উঠার কারণ জিম্বাবুয়েকে বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়।  বিশ্বকাপের প্রথম রাউন্ডের  বুধবার হোবার্টে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে উইন্ডিজ। তারা আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

    এই জয়ের ফলে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড প্রত্যেকে ২টি করে ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে। সবার পয়েন্ট সমান ২ করে। তাদের মধ্যে স্কটল্যান্ড নেট রান রেটে এগিয়ে শীর্ষে অবস্থান করছে। জিম্বাবুয়ে আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও আয়ারল্যান্ড আছে চতুর্থ স্থানে। এর ফলে শেষ ম্যাচটি সব দলের জন্যই বাঁচা-মরার হয়ে দাঁড়িয়েছে।

    শেষ ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে আর জিম্বাবুয়ে লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর