২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়

    আলোচিত ডেস্ক: টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বাংলা ওয়াশ করার পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ।

    সিলেট স্টেডিয়ামে  আইরিমদের বিপক্ষে ১৮৩ রানে জয় পেয়েছে তামিম বাহিনী। যা ওয়ানডে  ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে  বড় ব্যবধানে জয়।  এর আগে ওয়ানডেতে এই মাঠেই  জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানে জয় পেয়েছিলো বাংলাদেশ ।  তিন বছর পর  একই মাঠে  নতুন রেকর্ড গড়লো তামিম বাহিনী।

    একই ম্যাচে আরো একটি রেকর্ড করলো বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে ৩৩৮ রান করে। যা ওয়ানডেতে  বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। আগে ব্যাটিং করে সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান।  আর টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ রান ছিলো সর্বোচ্চ।

    অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।  ৯ বলে ৩ রান করেন তামিম।

    শান্তকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন ফর্মে ফেরা লিটন দাস। ৩১ বলে ২৬ রান করে  ফেরেন লিটন দাস।

    লিটন ফেরার পর সাকিব নেমে শান্তকে নিয়ে স্বপ্ন দেখান বাংলাদেশকে।  কিন্তু ইংল্যান্ড সিরিজ সেরা শান্তর ব্যাট আজ একটু কম জ্বলে উঠলো । নিজের খাতায় ২৫ রান যোগ করে সাঁজঘরে ফেরেন শান্ত।

    ৮১ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ । এবার সাকিবের সঙ্গী হলেন মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে নামা অভিষিক্ত তৌহিদ হৃদয়।

    দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাকিবের ৭ হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। ২১৬ ম্যাচে ৩৭.৮৪ গড়ে ৯ সেঞ্চুরিতে  একৃর্তি অর্জন করেন সাকিব। ২৩৩ ম্যাচে ৮ হাজার ১৪৬ রান নিয়ে তার উপরে আছেন তামিম ইকবাল। কিন্তু সাত রানের জন্য  নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করার আগেই সাঁজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

    অভিষিক্ত  তৌহিদ হৃদয়ের ব্যাট খুজে পায় রান। দলীয় ২৯৭ রানে সাঁজঘরে ফেরার আগে হৃদয়ের আগে ৮৫ বলে করেন ৯২ রান।  যাতে ছিলো ২টি ছক্কা ও আটটি চার।

    মুশফিকুর রহীমও করেন ৪৪ রান। শেষ পর্যন্ত আট উইকেটে নিজের সর্বোচ্চ ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

    জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৫ বলে ১৫৫ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত। এ ছাড়া নাসুম ৩, তাসকিন ২ ও সাকিব নেন ১টি উইকেট।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর