৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি অবশেষে জামিন পেলেন

    ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি কারাগারে অনশন শুরুর পর অবশেষে জামিন পেলেন । গ্রেপ্তার হয়েছিলেন গত বছরের জুলাইয়ে ।

    যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান জানায় ,অনশন শুরু করার দু’দিনের মাথায় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়েছে

    পানাহি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন । সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন,  হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এই সিদ্ধান্তে নড়চড় হবে না।

    পানাহি জুলাইয়ে গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন।

    পানাহি গিয়েছিলেন কারাগারে তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে গ্রেপ্তার করা হয়েছিল সেখানেই তাকে ।

    ইরানের সর্বোচ্চ আদালত অক্টোবরে তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়েছিল।

    মাহফুজা ৪-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর