১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে ৩-১ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ; গোলহীন রোনালদো

    সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা জোড়া গোলে হয়েছিল। তবে সৌদি প্রো লিগে নামতেই যেন দিশাহীন সি আর সেভেন। সৌদি ক্লাব আল নাসেরের হয়ে অভিষেকটা রাঙাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দল জিতলেও তিনি ছিলেন গোলহীন। পরের ম্যাচেও নিস্প্রভ রোনালদো, দলের বড় তারকা হয়েও সৌদি ক্লাবকে রক্ষা করতে পারেননি তিনি। অভিষেকে গোল না পেলেও দল জিতেছে, কিন্তু পরের ম্যাচেই বড় হারে বিদায় নিতে হয়েছে সৌদি সুপার কাপ থেকে।

    বৃহস্পতিবার রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে ৩-১ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। রোনালদো একটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি, এ ছাড়া খেলাতেও কোনো প্রভাব বিস্তার করতে পারেননি পর্তুগীজ সুপার স্টার।

    আল ইত্তিহাদের হয়ে ১টি করে গোল করেন রোমারিনহো, আব্দের রাজ্জাক হামাদাল্লাহ ও আল শানকেটি। আর নাসেরর হয়ে একমাত্র গোলটি করেন তালিসকা।

    ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে যায় আল নাসের, এরপর পুরোম্যাচ জুড়ে পিছিয়েই ছিল তারা। ম্যাচের ১৫ মিনিটে রোমারিয়ানহোর গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। বিরতির আগে আব্দুর রাজ্জাক হামাদুল্লাহ ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। ৬৭ মিনিটে তালিস্কো নাসেরের হয়ে এক গোল শোধ দিলেও খেলার অন্তিম সময়ে মুহান্নান আল-শানকিটির গোলে বড় জয় নিয়েই ফাইনালে উঠে যায় ইত্তিহাদ।তবে আক্রমণ কিংবা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা। ২০টি শট নেয় আল নাসের, ৩টি অনটার্গেট। অন্যদিকে ইত্তিহাসের ১৪টি শটের ৫টি অনটার্গেট।

    রোনালদোর গোল না পাওয়াটা ক্লাবের জন্যও চিন্তার বিষয়। বছরে ২১ কোটি ডলারের বিনিময়ে সৌদির এই ক্লাবে দুই মৌসুমের জন্য যোগ দিয়েছেন তিনি।

    সুপার কাপে হারলেও সৌদি পেশাদার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে রোনালদোর দল আল-নাসের। আগামী ৩ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে লিগ ম্যাচে নামবেন তারা।

    মাহফুজা

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর