৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত

    ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

    দেশটির ভূবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানায়  শনিবার এই ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি ।

    সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল রাজধানী জাকার্তা থেকে ২৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।  তবে রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে।

    কর্তৃপক্ষ জানায় , তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    বিএমকেজির প্রধান দিউকোরিতা কর্নাবতী জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো আফটার শক অনুভব হয়নি। তবে তারা লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

    গেল নভেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক মানুষ নিখোঁজ হয়।

    মাহফুজা ৩-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর