২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতীয় ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে

    আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সিরিজ। এই সিরিজে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত-কোহলিরা। দীর্ঘ ৭ বছর পর তারা আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এলো ।

    ভারতের মুম্বাই হয়ে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে গিয়ে উঠেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। একই হোটেলে অবস্থান করবে বাংলাদেশ দলও।

    এদিকে বাংলাদেশে পা রাখার ১৮ ঘন্টা পর আগামীকাল শুক্রবার দুপুরে প্রথম অনুশীলনে নামবে ভারতীয় ক্রিকেট দল। ২ ডিসেম্বর দুপুর দেড়টায় শুরু হবে রোহিত বাহিনীর প্র্যাকটিস এবং ওই অনুশীলন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

    নিউজিল্যান্ড সিরিজে যাননি তারা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য পূর্ণ শক্তির দলই গঠন করেছে ভারত।

    ভারত আজ ঢাকায় পা রেখে তিন দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।

    টেস্ট সিরিজে ১২ বছর পর চট্টগ্রামে লাল বলের ক্রিকেট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন। এই চট্টগ্রামেই প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে এবং  ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

    মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।

    ২০১৫ সালের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির দল এবং  টেস্ট ম্যাচটি ড্র  হয়।

    মাহফুজা ১-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর