১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮০০ জন; জাপান সংক্রমনের শীর্ষে

    করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে  ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮০০ জন। নতুন সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ১৬৪ জন।

    মঙ্গলবার  সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

    এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ১৪৪ জনে। মৃতের সংখ্যা দাঁড়ালো  ৬৬ লাখ ৩৭ হাজার ৪০৫ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৬৬৭ জন।

    ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বরে রয়েছে দেশটি।  এ সময়ে নতুন করে আক্রান্ত হন ৪৯ হাজার ১১৭ জন ও মারা গেছেন ১০৩ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪৯ হাজার ২৮১ জন এবং  সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬ লাখ ৮৮ হাজার ২৫৮ জন।

    দক্ষিণ কোরিয়ার গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২২ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৮৪৩ জনএবং  মারা গেছেন ৩০ হাজার ৪১৩ জন।

    যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮১ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫ লাখ ৭ হাজার ৯২৮ জন এবং  সুস্থ হয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৫৬৮ জন।

    তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া।

    বাংলাদেশের অবস্থান তালিকায় ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৫২৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জন।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা।২০২০ সালে ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

    মাহফুজা ২৯-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর