২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪ জন; নিখোঁজ অনেকে

    ক্যামেরুনে ভূমিধসে মারা গেছেন ১৪ জন । এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা। নিহতরা সবাই একটি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

    রোববার  দেশটির রাজধানী ইয়াউন্ডেতে এ ঘটনা ঘটে। দেশটির মধ্যাঞ্চলীয় গভর্নর পল বিয়া জাতীয় সম্প্রচার মাধ্যম সিআর টিভিকে একথা জানান।  এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

    পল বিয়া বলেন, আমরা ১০ জনের মরদেহ পেয়েছি এবং  ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি লাশ সরিয়ে নেন হতাহতদের স্বজনরা। এছাড়া গুরুতর আহত ১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। । মরদেহ গুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে । এছাড়া অন্য আরও ব্যক্তি বা মরদেহ সন্ধানে অভিযান এখনও চলছে।’

    প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক ডজন লোক অংশ নেন। একপর্যায়ে সেটি তাদের ওপর ধসে পড়ে।

    আফ্রিকা মহাদেশের অন্যতম ভেজা শহর হিসেবে পরিচিত ইয়াউন্দে। এই শহরটি কয়েক ডজন খাড়া, খুপরি-রেখাযুক্ত পাহাড় দিয়ে তৈরি। চলতি বছর ভারী বর্ষণ আফ্রিকার এই দেশটিতে বেশ কয়েক দফায় বিধ্বংসী বন্যা হয়।

    মাহফুজা ২৮-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর