১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনায় নিহত ৩; আহত ১১ জন

    ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনায় মারা গেছেন  ৩ জন । আহত হন ১১ জন। ব্রাজিল কর্তৃপক্ষ গুলাগুলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

    শুক্রবার  সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে একজন  বন্দুকধারী প্রবেশ করে শিক্ষকদের  লক্ষ্য করে ওপেন ফায়ার শুরু করে। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। ৯ জন আহত হন।

    এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক জন নিহতসহ ২ জন আহত হন।

    মেয়র লুইস কার্লোস কুতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে এ কথা বলেন।

    রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে বলেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে।  আমরা তদন্ত অব্যাহত রেখেছি এবং  দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

    ব্রাজিলের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ ঘটনাকে “অযৌক্তিক ট্র্যাজেডি” বলে মন্তব্য করেছেন।

    টুইট বার্তায় তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

    ২০১১ সালে ব্রাজিলে স্কুলে হামলায় ১২ জন শিশু প্রাণ হারায়। ওই সময়ে একজন ব্যক্তি রিও ডি জেনেরিওতে প্রাথমিক স্কুলে গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করে মারা যায়।

    মাহফুজা ২৬-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর