৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আজ গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলার রায়

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার রায় আজ । ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল সকাল ১১টায় এ রায় ঘোষণা করবেন।

     

    ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১৯ আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং  রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছি।

    ৬ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামালের আদালত ১০ অক্টোবর দিন ধার্য করে।

    এ মামলার আসামি পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জন।তারা হলেন- উপজেলা বিএনপির (একাংশ) যুগ্ম-আহ্বায়ক ও মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদ উজ্জামান , সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম , মাসুদ পারভেজ , গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ , উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ও যুবদলকর্মী রাসেল , কামাল , মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম, রুহুল আমিন ও শাজাহান।

    ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০টায় শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের ছোটভাই আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় জেলা গোয়েন্দা পুলিশ।

    মাহফুজা১০-১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর