৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন তালাসের আঘাতে নিহত ২ জন

    জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন তালাসের আঘাতেমারা গেছেন ২ জন।   বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ।  দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।  রোববার টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টিপাত শুরু হয়। খবরটি জানায়  এএফপি।

    তালাসের আকস্মিক আঘাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কয়েক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে।আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা জানান, শিজুকার কাকেগাওয়া শহরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং  ফুকুরোই শহরে আরও একজনের মৃত্যু হয়েছে।

    শিজুকার কাওয়ানেহোনচো শহরে এখনও নিখোঁজ রয়েছেন একজন । জাপানের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, টাইফুন তালাসের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটারের বেশি  বা ১৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।

    তীব্র ঝোড়ো বাতাস ও ভারি বৃষ্টির কারণে শিজোকার পাহাড়ি এলাকায় ভূমিধস হয় এবং বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। প্রায় এক লাখ ২০ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। প্রায় ৫৫ হাজার বাড়ি-ঘরে দেখা দিয়েছে পানির সংকট।  পৌরসভার কর্মকর্তারা স্থানীয়দের কাছে বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করছেন ।

    কিছু দিন আগেই জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টাইফুন নানমাদোলের আঘাতে চারজন মারা যান।

    মাহফুজা ২৫-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর