১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    মাশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের বিক্ষোভ ;নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫০

    হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারের পর মাশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের ৮০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে । এ পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছেন ৫০ জন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে।

    বিক্ষোভ দমনে সীমিত করে দেয়া হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং ইন্টারনেট সংযোগ।বন্ধ করে দেয়া হয়।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় , বিক্ষোভকারীরা সন্ধ্যায় তেহরানের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছেন । সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কুশপুতুল এবং হিজাব পুড়িয়েও প্রতিবাদ করতে তাদের দেখা গেছে ।

    গেল ১৫ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী মাশা আমিনির নামে এক তরুণীকে আটক করে ।পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ করে । আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান । পুলিশের জানা মাশা হার্ট অ্যাটাকে প্রাণ হারান। তবে পরিবারের দাবি, মাশা আমিনি পুরো সুস্থ ছিলো এবং তার হার্টের কোনো সমস্যা ছিল না।

    মাহফুজা ২৪-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর