৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    গুগল অ্যালফাবেটকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত

    গুগল অ্যালফাবেটকে প্রায় চার কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত । ব্যক্তিগত অবস্থানের ডেটা সংগ্রহের জন্য ব্যবহারকারীদের বিভ্রান্ত করায় শাস্তি হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়। এ তথ্য জানায় দেশটির প্রতিযোগিতা কমিশন । খবরটি নিশ্চিত করেছে  রয়টার্স।

    গুগল জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ এর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত অবস্থানের ডেটা সম্পর্কে কিছু গ্রাহককে বিভ্রান্ত করেছে বলে জানায়  আদালত

    কমিশন অস্ট্রেলিয়ায় ১৩ লাখ গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী প্রভাবিত হয়ে থাকতে পারে বলে অনুমান করছে। ২০১৯ সালে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়, গুগল ও এর স্থানীয় ইউনিটের বিরুদ্ধে ।

    বিবৃতিতে গুগল জানায়, বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে এবং অবস্থানের তথ্য ভালোভাবে উপস্থাপন করা হয়েছে ।

    গত বছর গুগল মূলত অস্ট্রেলিয়ায় আইনি পদক্ষেপে জড়িয়ে পড়ে। কারণ মিডিয়া সংস্থাগুলোকে অর্থ প্রদান করার একটি আইন পাশ করেছে গুগল ও ফেসবুককে তাদের প্ল্যাটফর্মের সামগ্রীর জন্য সরকার।

    মাহফুজা ১২-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর