১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বেট উইনে না বিসিবি কার সঙ্গে থাকবে সাকিব

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সিন্ধান্ত নিতে হবে তিনি বেট উইনার নিউজের সঙ্গে থাকবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকবেন।  একই সঙ্গে দুইটিতে থাকা যাবেনা বলে জানিয়ে দিয়েছেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  তিনি বলেন  সাকিব যদি বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করে তা হলে তার সঙ্গে বিসিবির কোন সম্পর্ক থাকবে না।  আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন পাপন।  তিনি বলেন আজ আরো একদিন সময় দিলাম চুক্তি বাতিলের জন্য । যদি না করে তা হলে আসন্ন এশিয়া কাপ থেকে বাদ তো পড়বেনই, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও সাকিব আল হাসানের কোনও সম্পর্ক থাকবে না।  আর এ কারনেই এশিয়া কাপের দল ঘোষণা করতে পারছে না বিসিবি।

    তিনি আরো বলেন, সাকিবকে বিষয়টি লেখিত ভাবে জানানো হয়েছে। আর আজছিলো সাকিবের জবাবের শেষ দিন তারপর একদিন সময় বাড়ানো হলো।

    বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবের যে বিষয়টি… এখানে দ্বিতীয় চিন্তা করার কোনও সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল, এখনও তাই। যখন বিসিবিতে আমি প্রথম আসি, তখনই বলেছি এসব (বেটিং, গ্যাম্বলিং) নিয়ে একদম জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এগুলোকে গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা করুক বা না করুক। এটা (চুক্তি) থাকার কোনও সুযোগই নেই। তখন আশরাফুলের মতো ক্রিকেটারকেও আমাদের বাদ দিতে হয়েছে। কাজেই এখানে থাকার কোনও সুযোগ নেই। এখন পুরোটাই তার সিদ্ধান্ত।’বোর্ড সভাপতির কড়া বার্তা, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না, যার কোনো বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ততা আছে। এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্ন আসে না। কোনোভাবেই সম্পৃক্ততা থাকা যাবে না। সম্পূর্ণভাবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে।’

    বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘আমরা একটা চিঠি দিয়েছি। সেটার উত্তর আজকের মধ্যে পাওয়ার কথা। কালকের মধ্যেই দেওয়ার কথা ছিল। শুনেছি সে আজকের মধ্যে দেবে বলেছে। অপেক্ষা করি এরপর সিদ্ধান্ত নেব, ও থাকবে কী থাকবে না।’

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর