১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    লন্ডনে প্রথমবারের মতো তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস

    যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড ভাঙা তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়েছে আগুন দেশটিতে । মঙ্গলবার এ ঘটনায় রাজধানীতে ‘জরুরি অবস্থা’ জারি করেছে লন্ডনের দমকল কর্তৃপক্ষ । খবরটি নিশ্চিত করেছে  বিবিসি।

    মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া ৯টি দাবানলের বিরুদ্ধে লড়াই করছে অন্তত ৪০০-এর বেশি দমকলকর্মী। মোতায়েন করা হয়েছে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন শহরের বিভিন্ন স্থানে । পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে  ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে বলে জানা্য় লন্ডন ফায়ার ব্রিগেড।  যে কোনো জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ।

    মেয়র সাদিক খান পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দেন। মঙ্গল ও বুধবার পার্ক, ব্যক্তিগত বাগান— এমনকি আঙিনায় বারবিকিউ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

    যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানায়, ব্রিটেনবাসী ইতিহাসে এই প্রথম ৪০ ডিগ্রি তাপমাত্রা দেখল । এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে এ তাপমাত্রা ব্রিটেনের কেমব্রিজ শহরে রেকর্ড করা হয়েছিল।

    মাহফুজা ২০-৭

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর