১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য রাশিয়া পরিকল্পনা করছে; অভিযোগ যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্র  ক্রিমিয়া দখলের মতো ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের জন্য রাশিয়া পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে।  দেশটির দাবী করে  ক্রিমিয়ার মতো একই ‘প্লেবুক’ ব্যবহার করে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে মস্কো।

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন। খবরটি  বিবিসি নিশ্চিত করেছে।

    জন কিরবি বলেন, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনীয় ভূখণ্ড দখলের ভিত্তিও তৈরি করছে।

    তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলো রাশিয়ায় যোগদানের বিষয়ে ‘ভুয়া’ গণভোটের আয়োজন করতে পারে । ২০১৪ সালে মস্কো ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল একই রকম একটি গণভোটের মাধ্যমে, ব্যাপকভাবে ওই গণভোটকে সারা বিশ্বেই বিবেচনা করা হয়েছিল অবৈধ হিসাবে ।

    তিনি আরও বলেন, আমেরিকান জনগণের কাছে এটি স্পষ্ট করতে চাই আমরা । কাউকে বোকা বানানো যায় নাএটির (ভুয়া গণভোটের) মাধমে । ২০১৪ সালের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই একই প্লেবুক চেষ্টা করছেন আবারও ব্যবহারের ।

    তিনি আরও অভিযোগ করে বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পরিচালনা করার জন্য অবৈধ রুশপন্থি কর্মকর্তাদের নিযুক্ত করা হচ্ছে। জন কিরবি দাবি করেন মূলত রাশিয়ার অংশ হওয়ার জন্য গণভোট আয়োজনের লক্ষ্যেই এসব রুশপন্থি কর্মকর্তাদের নিযুক্ত করা হচ্ছে ।

    তিনি বলেন, রাশিয়া এই ভোটের ফল ব্যবহার করবে সার্বভৌম ইউক্রেনীয় ভূখণ্ড দখলের জন্য । নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্তিকরণে ইউক্রেনের যেসব অঞ্চলকে রাশিয়া টার্গেট করেছে, তার মধ্যে রয়েছে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া।

    মাহফুজা ২০-৭

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর