১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানে নৌকা ডুবে ২০ জন নিহত

    পাকিস্তানের সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন । আরো ৩০ জন নিখোঁজ রয়েছেন ।

    সোমবার (১৮ জুলাই) দেশটির সরকারের দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। তাদের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু নৌকাটি সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে হঠ্যাৎ করেই ডুবে যায়। এখন পর্যন্ত প্রায় ৯০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

    জিও নিউজকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা আসলাম তাসলিম বলেন, ‘আমরা নদী থেকে ২০টি মরদেহ উদ্ধার করেছি।এদের অধিকাংশই নারী। আমরা জানি না নৌকাটিতে আসলে কতোজন যাত্রী ছিল।’

    সরকারের বিবৃতিতে জানানো হয়, উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৫জন ডুবুরি নদীতে অনুসন্ধানের কাজ চালাচ্ছে।

     

     

    সূত্র: আল-জাজিরা

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর