ভারতে গ্রেফতার পি কে হালদারসহ পাঁচজনকে আরও ২৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন দেশটির আদালত। শুক্রবার ১৫ জুলাই সকাল ১১টায় ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালতে উঠানো হয় তাকে। এসময় শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি জীবন কুমার সাঁধু ।
একই সঙ্গে পি কে হালদারের মেডিকেল পরীক্ষা করিয়ে পরবর্তী শুনানির দিনে রিপোর্ট দিতে বলা হয়।
ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, জেল হেফাজতে পি কে হালদারের মেডিকেল পরীক্ষা করিয়ে আগামী শুনানির দিনে রিপোর্ট দিতে বলা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির করা হবে ১০ আগস্ট।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে ১০০ পাতার অভিযোগপত্রে তা দেয়া হয়েছে। এছাড়া সামনে তদন্ত করে আরও যে তথ্য পাওয়া যাবে তা সাপ্লিমেন্টারি চার্জশিট করা হবে।
গেল মঙ্গলবার আদালতে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই অভিযোগপত্র দেওয়া হয় গ্রেফতারের প্রায় ৬০ দিনের মাথায় ।
গত ১৪ মে ইডি ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে পি কে হালদারসহ তার সহযোগীদের গ্রেফতার করে ।
মাহফুজা ১৫-৭