১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    করোনার সংক্রমণে শীর্ষে ফ্রান্স, মৃত্যুর তালিকায় এগিয়ে যুক্তরাষ্ট্র

     

    করোনাভাইরাসে বিশ্বে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৫৪২ জন, এখন পর্যন্ত ৮ লাখ ২২ হাজার ৫৬৫ জন সংক্রমিত । বৃহস্পতিবার ১৪ জুলাই সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানা যায়।

     

    গেল ২৪ ঘন্টায়, ফ্রান্সে এসময়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। শীর্ষে উঠে এসেছে দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্র । এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, ইতালি, মেক্সিকো ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। বিশ্বে এ পর্যন্ত মহামারির শুরু থেকে করোনায় শনাক্ত বেড়ে ৫৬ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৭১৩ জন এবং মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬৩ লাখ ৭৯ হাজার ১৫৯ জনে।

    ফ্রান্সে এ সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন ১০৯ জন। করোনাভাইরাসে শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৪১৪ জন।

    তালিকা শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৯ কোটি ৯ লাখ ৪ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৪ জন মারা গেছেন এবং দৈনিক প্রাণহানির, মারা গেছেন ৩৯৯ জন এবং ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন শনাক্ত হয়েছেন । করোনায় একদিনে আরও সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৩৮৮ জন মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় ও আক্রান্তের দিক থেকে তালিকার তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল । মোট শনাক্ত ৩ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৫৭৯ জন এবং মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৬ লাখ ৭৪ হাজার ৫৫৪ জনের দেশটিতে ।

    ইতালিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৯১১ জন এবংমারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জন । নতুন শনাক্ত মেক্সিকোতে ৩৬ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ৯২ জন এবং নতুন শনাক্ত ১ লাখ ১০ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১০৬ জন গত ২৪ ঘণ্টায়।

    জাপানে নতুন শনাক্ত ৬৮ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ২০ জন। তাইওয়ানে মোট শনাক্ত ৪১ লাখ ৬২ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৮২৯ জনের এবং একদিনে মারা গেছেন আরও ৪৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯১১ জন।

    করোনা মহামারির শুরু থেকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪২ জন এবং সংক্রমিত হয়েছেন নতুন আরও ৩ হাজার ৯২৯ জন, মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৭১১ জনের। নিউজিল্যান্ডে মারা গেছেন ২৯ জন এবং আরও ১১ হাজার ৮০৬ জন শনাক্ত একদিনে ।

    থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৩৯১ জন এবং মারা গেছেন ২৫ জন, জাপানে শনাক্ত ৬৮ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ২০ জন, অস্ট্রেলিয়ায় করোনা শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ৫৭ জন এবং চিলিতে শনাক্ত ৮ হাজার ৪৯৪ জন এবং মারা গেছেন ৬ জন করোনাভাইরাসে।

    মাহফুজা ১৪-৭

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর