টুইটার প্রযুক্তি উদ্যোক্তা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে । গেল শুক্রবার ইলন মাস্ক ঘোষণা দেন সরে দাঁড়ানোর টুইটার কেনার চুক্তি থেকে।
বুধবার ১৩ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় । ইলন মাস্ক গেল এপ্রিলের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন । শুক্রবার নিজের সেই প্রস্তাবিত রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই প্রতিষ্ঠানটি মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করে ।
ইলন মাস্কের আইনজীবী জানান, স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল বিষয়। টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা ব্যর্থ হয়েছে প্রয়োজনীয় তথ্য দিতে ।
এ বিষয়ে টুইটার জানায়, ইলন মাস্ক এই চুক্তির শর্ত লঙ্ঘন করায় তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। সে কারণেই আইনি পদক্ষেপ নিচ্ছে তারা।
টুইটারের সঙ্গে চুক্তির শর্ত ছিল, যদি কোনো কারণে প্রতিষ্ঠানটি কেনার চুক্তি বাতিল করে বা আর্থিক লেনদেন পুরো না করে, তাহলে ইলন মাস্ক এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিবে টুইটার কর্তৃপক্ষকে।
মাহফুজা ১৩-৭