২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আল্পস পর্বতমালার হিমবাহ ধসে মারা গেছেন ছয় জন

    ইতালি-ফ্রান্স সীমান্তে  আল্পস পর্বতমালার হিমবাহ ধসে  মারা গেছেন ছয় জন । এ ঘটনায় আহত হন আরও আটজন।  তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ট্রেন্টোর প্রাদেশিক সরকার জানান, উদ্ধার অভিযান চলছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশংকা করেছেন তারা।

    ইতালির আরএআই রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ছয়জন মারা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। জানা যায়নি কতজন নিখোঁজ রয়েছেন ।

    ক্ষতিগ্রস্ত মারমোলাদা পর্বত এলাকায় অনুসন্ধানে অন্তত পাঁচটি হেলিকপ্টার ও উদ্ধারকারী স্কোয়াড ডগ নামানো হয়েছে বলে জানায় ন্যাশনাল আল্পাইন অ্যান্ড কেভ রেসকিউ সদস্যরা।

    তবে কি কারণে এমন ধস তা এখনো জানা যায়নি। জুনের শেষের দিক থেকে ইতালিতে তীব্র তাপপ্রবাহ এর কারণ হতে পারে বলে মনে করছেন আলপাইনস রেসকিউ সার্ভিসের মুখপাত্র ওয়াল্টার মিলান।

    মারমোলাদা পর্বতের উচ্চতা ৩ হাজার ৩০০ মিটার  বা ১০ হাজার আটশ ফুট । এটি উত্তরপূর্ব ইতালিতে অবস্থিত পর্বতশ্রেণী ডলোমাইটসের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ।

    মাহফুজা ৪-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর