একটি কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর একজন মেয়র। বিয়ের দিন সাজানো হয় কুমির কনেকে সাদা গাউন ও স্বর্ণালঙ্কার দিয়ে।এ বিয়ে দেখতে হাজির হন হাজার হাজার মানুষ । অদ্ভুত এ বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় মেক্সিকোর ওজাকা প্রদেশে।ভাইরাল হয়েছে বিয়েটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শত বছরের পুরোনো রীতি ধরে রাখতেই আয়োজন করা হয় এমন বিয়ের।
রয়টার্স জানায়, বৃহস্পতিবার ওক্সাকা উপকূলে স্যান পেড্রো হুয়ামেলুলা নামে জেলেদের ছোট্ট একটি গ্রামে ঐতিহ্যবাহী এ বিয়ের আয়োজন করা হয়।
মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকায় অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস, হলেও দরিদ্র অর্থনৈতিকভাবে, সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতিতে, আসছে অত্যন্ত কঠোরভাবে নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে তারা। মেয়র সোসা বলেন, অনেক মাছ পাওয়া যায় যাতে নদীতে, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি এই বিয়ের মাধ্যমে।
মেক্সিকান টাইমস জানায়, কমতি ছিল না আয়োজনের কোনো কুমিরের সঙ্গে মেয়রের বিয়েতে। শুধু তাই নয়, খ্রিস্টান বিয়ের রীতিনীতিও যোগ হয়েছে আদিবাসী এ আয়োজনের সঙ্গে।
আর এ জন্য বিয়ের দিন বিয়ে শুরুর আগে বেধে রাখা হয় কুমিরটির মুখ দড়ি দিয়ে, নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।
মাহফুজা ২/৭