১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ব্যাংকক বিমানবন্দরে দুই ভারতীয় নারী ১০৯টি প্রাণী পাচারের চেষ্টা কালে গ্রেফতার

    ব্যাংকক বিমানবন্দরে দুইজন ভারতীয় নারী ১০৯টি জীবন্ত প্রাণীপাচারের চেষ্টা কালে  গ্রেফতার হয়েছেন। জীবন্ত দুইটি সাদা শজারু, দুইটি আর্মাডিলো, ৩৫টি কচ্ছপ, ৫০টি টিকটিকি ও ২০টি সাপ লাগেজে ভরা ছিল।  এসব প্রাণী নিয়ে দুইজন ভারতীয় নারী গ্রেফতার হন।

    প্রাণীগুলো ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের এক্স-রে যন্ত্রে ধরা পড়ে । তারা ১০৯টি জীবন্ত প্রাণী পাচারের চেষ্টা করছিলেন । গ্রেফতারকৃতদের নাম হলো: নিত্যা রাজা ও জাকিয়া সুলতানা ইব্রাহিম। বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইন ২০১৯, পশুরোগ আইন ২০১৫ ও আবগারি আইন ২০১৭-তে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

    প্রাণীগুলোকে ভারতে এনে তারা কী করতেন ও উদ্ধারের পর সেগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেসব কোন তথ্য জানাননি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ব্যাংকক থেকে ভারতে প্রাণী পাচারের চেষ্টা আগেও হয়েছে।

    ২০১৯ সালে ব্যাংকক থেকে চেন্নাই বিমানবন্দরে ধরা পড়েন এক মাসের চিতাবাঘের শাবকসহ এক ব্যক্তি। গেল  মাসেও চেন্নাই বিমানবন্দরে দু’বার প্রাণীপাচারের চেষ্টা রধ করা হয়। ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে ৭০ হাজার প্রাণী উদ্ধার করা হয়েছে ভারতের ১৮টি বিমানবন্দর থেকে ।

    মাহফুজা ৩০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর