৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তান রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা করছে

    রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা করছে পাকিস্তান। অন্যান্য দেশের মতো দেশটিতে দেখা দিয়েছে জ্বালানি সংকট । পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় বিশেষজ্ঞদের যাচাই-বাছাই করে তথ্য সরবরাহ করতে বলেছে।

    জুনে পাকিস্তানের জ্বালানি তেলের আমদানি চার বছরের মধ্যে সর্বোচ্চ হতে যাচ্ছে। দেশটির জ্বালানি তেল আমদানি পৌঁছাতে পারেসাত লাখ টনে।  মে মাসে এর পরিমাণ ছিল ছয় লাখ ত্রিশ হাজার টন। ২০১৮ সালের মে মাসে আমদানি হয়েছিল ছয় লাখ ৮০ হাজার টন ও সাত লাখ ৪১ হাজার টন ২০১৭ সালের জুনে ছিল ।

    রাশিয়া থেকে কম মূল্যে তেল আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানান  জ্বালানিমন্ত্রী মুসাদ্দিক মালিক । ইমরান খানের সরকারও এ ব্যাপারে একটি চিঠি রাশিয়াকে দিয়েছিল। তিনি আরো জানান বর্তমান নতুন জোট সরকার সে দিকে নজর রাখছে । যদিও এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি রাশিয়ার পক্ষ থেকে।

    শ্রীলঙ্কার সরকারএদিকে মূল্যছাড়ে জ্বালানি তেল কিনতে রাশিয়া ও কাতারে মন্ত্রীদের পাঠানোর কথা জানিয়েছে। সবচেয়ে বড় সংকট চলছে শ্রীলঙ্কায় জ্বালানির।

    মাহফুজা ২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর