মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধের পর বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটের জন্য রাশিয়ার বিরুদ্ধে জি-৭ নেতাদের এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন । রোববার এ আহ্বান জানান সম্মেলনে অংশ নিয়ে তিনি ।
রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করার জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায় জার্মানির ব্যাভারিয়ান আল্পসে বৈঠকের শুরুতে সাতটি ধনী দেশের মধ্যে চারটি দেশ ।
নিষেধাজ্ঞার বিষয়ে রোববার ব্রিটিশ সরকার জানায় যে একমত পোষণ করেছে, যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেন, এবং কানাডা রাশিয়ার স্বর্ণ আমদানিতে । রাশিয়া গতবছর দেড় হাজার কোটি ডলারের বেশি আয় করেছে স্বর্ণ রপ্তানি করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেছেন, নিষেধাজ্ঞা আরোপের দলে যোগ দেবে জি-৭ এর বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি রাশিয়ার স্বর্ণ আমদানিতে ।
উন্নয়নশীল দেশগুলোর জন্য ছয়শ বিলিয়ন ডলার ব্যক্তিগত ও সরকারি তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিতে সম্মত হয়েছেন জি-৭ নেতারা কমিয়ে আনতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে এবং খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবকে ।
জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গের সমতায়ন ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতি বছর জি-৭ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, জি-৭ এর আয়োজক শীর্ষ সম্মেলনে অংশীদার দেশ হিসেবে, ভারত, দক্ষিণ আফ্রিকা,সেনেগাল, আর্জেন্টিনা, ও ইন্দোনেশিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন।
এবার ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যুদ্ধের কারণে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির সংকট ও বিশ্বজুড়ে খাদ্য সংকট কাটিয়ে উঠার উপায়সমূহ গুরুত্ব পাচ্ছে জি-৭ সম্মেলনে ।
মাহফুজা ২৭