২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইসরায়েলে আগামী অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে

    ইসরায়েলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে অনুমোদিত হলে একটি বিল। সোমবার বিষয়টি জানান  জোটের নেতারাই । আগামী সপ্তাহে পেশ করবেন বিলটি ইসরায়েলের ক্ষমতাসীন জোটের নেতারা সংসদ ভেঙে দেওয়ার জন্য অনুমোদিত হলে , নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে।  এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী অক্টোবরে বলে জানা গেছে।

    দুই নেতৃস্থানীয় জোটের অংশীদার এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন জোটকে স্থিতিশীল করার জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর।

    তারা আরও জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নয়, কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হবেন ল্যাপিড যদি পাস হয় বিলটি । সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় ল্যাপিড প্রধানমন্ত্রী থাকবেন শর্ত অনুসারে জোটের ।

    এক বছর আগে তৈরি হয় মতাদর্শগতভাবে বিভক্ত আট-দলীয় জোটটি ।  ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় জাতীয়তাবাদী, যেমন বেনেট, ল্যাপিডের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি, বামপন্থী ও, আরব ইসলামপন্থী দলের আইন প্রণেতারাও অন্তর্ভুক্ত ছিলেন এতে ।

    ফাটল ধরেছে এই জোটে এবং তারা বেনিয়ামিন নেতানিয়াহুর মেয়াদ শেষ করার জন্য একত্রিত হয়েছিল। জোটটি হুমকির মুখে ছিল শুরু থেকেই । বেনেটের ইয়ামিনা পার্টির একজন সদস্য তার প্রস্থানের ঘোষণা দেন যখন গত এপ্রিলে ইসরায়েলের ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ।

    বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সাবেক প্রধানমন্ত্রী বলেছেন আবারও নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরবে তার লিকুদ পার্টি, স্বস্তি প্রকাশ করেছেন জোট ভেঙে যাওয়ায় খানিকটা ।

    মাহফুজা ২১

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর