পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জানা গেছে, এ বছর তিনি তৃণমূল এই নেত্রীকে পাঠিয়েছেন ৬০০ কেজি ‘রাজশাহীর আম’ ।
সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রীর কাছে আম পৌঁছে দেয়া হয় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে। সাথে ছিল শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছাবার্তাও।
গত বছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আম পাঠিয়েছিলেন । উপহার পেয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মমতা ব্যানার্জী।
তবে শুধু মমতাকেই নয়, শেখ হাসিনা এ বছর আম পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকেও। গেল শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম পাঠান ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে এ আম পাঠিয়েছেন বলে জানান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কূটনীতিক।
বাংলাদেশের প্রধানমন্ত্রী গেল বছরও ভারতীয় নেতাদের কাছে দুই হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।
মাহফুজা ২০