যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এ বন্দুক হামলার ঘটনায় পুলিশসহ বেশ কিছু নাগরিক গুলিবিদ্ধ হয়। খবরটি নিশ্চিত করেছে ফক্স নিউজ।
ওয়াশিংটন ডিসির পুলিশ জানায় নর্থওয়েস্ট ওয়াশিংটনে গেল রাতে একটি কনর্সাট চলছিল। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন মানুষ। জন সমাগম ছিল রাস্তায় । এর মধ্যেই গুলি চালানো হয়।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেন, একজন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে গুলি করা হয়েছে জনাকীর্ণ এলাকায় ।
বিপুল আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে । ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারও দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
মাহফুজা ২০