২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সৌদি প্রিন্স আগামী ২২ জুন তুরস্ক সফরে যাচ্ছেন

    সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ২২ জুন তুরস্ক সফরে যাচ্ছেন । তুরস্ক এর  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান  এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন।

    শুক্রবার  ইস্তাম্বুলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘২২ জুন সৌদি প্রিন্স আঙ্কারা সফরে আসবেন। এ সফরের সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন।’

    রিসেপ তাইয়েব এরদোয়ান  প্রেসিডেন্ট কমপ্লেক্সে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানাবেন । পরে অনুষ্ঠিত হবে প্রতিনিধি পর্যায়ের বৈঠক ।

    গেল  কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে আঙ্কারা ও রিয়াদের মধ্যে সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়েছে।  ধারণা করা হচ্ছে, সম্পর্কের উন্নতি ঘটবে দেশ দুটির মোহাম্মদ বিন সালমানের এ সফরের মধ্য দিয়ে ।

    এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমান গত বছরের এপ্রিল ও মে মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা বসেছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ২০২১ সালের জুলাই মাসে বৈঠক করেন। এটিকে ‘একটি ফলপ্রসূ বৈঠক’ বলা হয়।

    সৌদি আরব ছাড়াও, সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা হবার কথা রয়েছে তুরস্ক, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ।

    মাহফুজা রহমান/ ১৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর