চীনের সাংহাইয়ের একটি বড় রাসায়নিক কারখানায় আগুনে মারা গেছেন একজন। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে এ আগুন লাগে। দেশের বৃহৎ পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণ থেকে এর সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি।
বিস্ফোরণের পর কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে আগুনের শিখা । ভারী কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।সিনোপেক হলো চীনের সরকারি মালিকানাধীন কোম্পানি। এটি জিনশানের শহরে অবস্থিত। ঘটনাস্থলে এক জন গাড়ির চালক নিহতের খবর পাওয়া গেছে।
কারখানাটি থেকে ছয় কিলোমিটার দূরের বাসিন্দারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে পাঁচ শ কর্মী পাঠিয়েছে সাংহাইয়ে অগ্নিনির্বাপন বিভাগ । সরকারি সংবাদমাধ্যম জানায়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও কোথাও কোথাও ছোট আকারে আগুন জ্বলছে।
মাহফুজা ১৮