২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী মাস থেকে সৌদি আরব চীনে তেল সরবরাহ কমাচ্ছে

    সৌদি আরব আগামী মাস থেকে চীনে তেল সরবরাহ কমিয়ে দেবে।  খবরটি রয়টার্স নিশ্চিত করেছে ।বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক প্রতিষ্ঠান আরামকো চীনের  চারটি শোধনাগারকে আগাম জানিয়ে দিয়েছে,জুলাই মাস থেকে চুক্তির চাইতেও তারা কম তেল পাবে।

    ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর তুলনামূলক কম দামে রাশিয়া থেকে তেল কিনছে চীন।পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলোতে রফতানি কমেছে রাশিয়ার। এর  জন্য সারা বিশ্বে সৌদি আরবের তেলের চাহিদা বেড়েছে। এই চাহিদা পূরণ করতে  সৌদি আরব চীনের কয়েকটি শোধনাগারকে জুলাই মাসে তেল সরবরাহ কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় ।

    জুলাই মাসে ইউরোপের অন্তত তিনটি শোধনাগার , জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ভারত তাদের চুক্তিমতো সৌদি থেকে পুরো তেল পাবে। এমনকি মালয়েশিয়ার পেংজেরাং তেল শোধনাগারসহ কোনো কোনো দেশ চুক্তির বাইরে অতিরিক্ত তেল পাবে।

    এ সপ্তাহে সৌদি আরব অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বাড়িয়ে দিয়েছে  ২.১০ ডলার।  বর্তমানে আন্তর্জাতিক বাজারে ১২০ ডলারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে।

    মাহফুজা ১২

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর