শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে লঙ্কান পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন । বৃহস্পতিবার শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই সরকারি সবধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
বাসিল রাজাপাকসে সাংবাদিকদের বলেন, আমি সরকারী কোনো কাজকর্মে জড়িত থাকবো না আজ থেকে । তবে আমি রাজনীতি ছাড়বো না।
বাসিল রাজাপাকসে, রাজনৈতিক কৌশল নির্ধারণ করেন রাজাপাকসে পরিবারে । গেল এপ্রিল মাসের শুরুতে পদত্যাগ করার আগপর্যন্ত শ্রীলঙ্কার অর্থমন্ত্রী ছিলেন তিনি। লঙ্কান সরকারের অসময়োচিত কর হ্রাসের সিদ্ধান্তে তার ভূমিকা মুখ্য ছিল। এ সিদ্ধান্তে দেশটির রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়।
এর আগে, শ্রীলঙ্কায় ভয়াবহতম অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভ-সহিংসতার মধ্যে মে মাসে পদত্যাগ করেন গোতাবায়ার বড় ভাই ও লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তিনি এখনো লঙ্কান পার্লামেন্টের সদস্য আছেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ১০ বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপাকসে। গৃহযুদ্ধ জয়ের নায়ক থেকে হঠাৎই ভিলেন হয়ে গেছেন তিনি শ্রীলঙ্কার জনগণের কাছে।
মাহফুজা ০৯