আবার ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্রে সারাদেশের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। মঙ্গলবার এনডিটিভি অনলাইন ভারতীয় স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানায়। মহারাষ্ট্রে নতুন করে এক হাজার ৮৮১ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। গেল চার মাসের তুলনায় সংক্রমণ বাড়ার হার ৮১ শতাংশ বেশি। সোমবার নগরীতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬। অথচ মঙ্গলবার নগরীতে এক হাজার ২৪২ জনের করোনা আক্রান্ত হন। তবে এখন পর্যন্ত করোনা সংক্রান্ত মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সোমবার ভারতে তিন হাজার ৭১৪ জনের নতুন সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪৯ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৭৬ জন বেড়েছে।
মাহফুজা ০৮