৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নিষেধাজ্ঞা জারি রাশিয়ার, অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ ৬১ মার্কিন কর্মকর্তা বিরুদ্ধে

    রাশিয়া নিষেধাজ্ঞা জারি করেছে ৬১ মার্কিন কর্মকর্তাসহ অর্থ ও জ্বালানিমন্ত্রীর বিরুদ্ধে । মস্কো, দেশটির জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনসহ  প্রথম সারির মার্কিন প্রতিরক্ষা এবং গণমাধ্যম কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স ও রিপাবলিক ওর্য়াল্ড। এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার জন্য তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। সোমবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ।  নিষেধাজ্ঞার আওতায় যারা  পড়েছে তারা বেশিরভাগই গণমাধ্যম, বিমান তৈরি এবং সামরিক শিল্পের প্রথম শ্রেণির কর্মকর্তা। রাশিয়ার রাজনৈতিক এবং বিখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতেই দেয়া হয়েছে পাল্টা নিষেধাজ্ঞা। মস্কো এবং ওয়াশিংটন মাঝেমধ্যেই পরস্পরের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে রাশিয়া-ইউক্রেনে সংঘাত কেন্দ্র করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়া সম্পর্কে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে ।

    মাহফুজা ০৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর