৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সেইফ লাইন পরিবহন ফিটনেস নেই,   ছিলো না রোডপারমিট ও

    টিপু সুলতান (রবিন) – সাভার থেকে : সাভারের বলিয়াপুর এলাকায় দু’টি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে তিন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চারজন নিহতের ঘটনায় সেইফ লাইন পরিবহন বাসের রোডপারমিট, ফিটনেস ও রোট ট্যাক্স ছিলোনা বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

    সোমবার (০৬ জুন) সকালে সাভার বিআরটিএ’র পরিদর্শক সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    সাজ্জাদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সেইফ লাইন পরিবহনের বাসটির কোন নাম্বার প্লেট দেখতে পাইনি। কারন বাসটির সামনের অংশ খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এছাড়া পেছনে লাগানো নাম্বার প্লেটটি পাওয়া যায়নি। আমার কাছে পুলিশের পক্ষ থেকে একটি বাসের নম্বর দেওয়া হয়েছে। যদি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ব-১৪-৫৮৭৮ হয় তাহলে গাড়িটির রোড পারমিট ছিল না। এছাড়া গাড়িটির ২০১৪ সাল পর্য়ন্ত ফিটনেস ছিল ও রোড ট্যাক্স ছিল ২০১৫ সাল পর্য়ন্ত।

    সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, দূর্ঘটনার জন্য সেইফ লাইন পরিবহনের বাসটিই দায়ি। আমরা সড়কের একটি ভিডিও ফুটেজ দেখেছি। কিভাবে দুর্ঘটনা ঘটিয়েছে। সেইফ লাইন পরিবহনের বাসটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব-১৪-৫৮৭৮। বাসটির কাউকে এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

    এঘটনায় দুই বাস ও ট্রাক আটক আছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, রোববার (০৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সেইফ লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের  বিভাজন টপকে পরমাণু শক্তি কমিশনের বাস ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, অন্তঃসত্ত্বা পূজা সরকার, কাউসার রাব্বি ও পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতহয়ে আরও ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটানা সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর-১৪

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর