২৬ জন পর্যটক নিয়ে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর শিরেটেকো উপদ্বীপের কাছে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার হয়েছে। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।
রোববার (২৪ এপ্রিল) এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
যে এলাকায় নৌকাটি ডুবে গেছে সেটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। পর্যটকরা মূলত ওই এলাকায় তিমি এবং দ্বীপে থাকা সিংহ এবং ভাল্লুক দেখতে নৌকা ভ্রমণে সেখানে যান।
কোস্ট গার্ড জানায়, শনিবার (২৩ এপ্রিল) দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নামে সামরিক বিমান, পুলিশ এবং ডুবুরিরা। কাজু-১ পর্যটকবাহী নৌকাতে দুই ক্রু এবং দুই শিশুও ছিল। পর্যটকবহনকারী এ নৌকাটি তিন ঘণ্টার জন্য
সূত্র: বিবিসি